আন্তর্জাতিক

ইসরাইলকে মোকাবিলায় মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে: পেজেশকিয়ান

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ছবি: সংগৃহীত

ইহুদিবাদী ইসরাইলকে মোকাবিলায় মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  

বৃহস্পতিবার(৩ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠককালে পেজেশকিয়ান এ আহবান জানান।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা সৌদি আরবসহ ইসলামিক দেশগুলোকে আমাদের ভাই বলে মনে করি। সব মতপার্থক্য একপাশে রেখে আমাদের একে অপরের সঙ্গে অভিন্নতা ও সমন্বয় বাড়ানো প্রয়োজন।

মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা বিশ্বাস করি যে, বিশ্বজুড়ে ইসলাম প্রচারের কারণ ছিল মুসলমানদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব।

ইসরাইলি আগ্রাসনের কারণে গাজা উপত্যকা এবং লেবাননের তিক্ত ও দুর্ভাগ্যজনক ঘটনাবলী মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, যদি আজ ইহুদিবাদী শাসক গাজায় অপরাধ ও গণহত্যা করার সাহস করে থাকে, তবে তা করতে পারছে ইসলামি দেশগুলোর বিভেদ ও উদাসীনতার কারণে।

পেজেশকিয়ান বলেন, আমরা যদি আগ্রাসনের মোকাবিলায় ঐক্যবদ্ধ না হই, তবে আজ তা শুধু গাজা ও লেবাননের বিরুদ্ধে হলেও, আগামীতে হবে অন্যান্য মুসলিম শহর ও দেশের বিরুদ্ধে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইলকে | মোকাবিলায় | মুসলমানদের | ঐক্যবদ্ধ | হতে | হবে | পেজেশকিয়ান