আর্কাইভ থেকে বাংলাদেশ

অন্তঃসত্ত্বার পেটে ভাসুরের লাথি-ঘুষি, ৩ মৃত সন্তান প্রসব

অন্তঃসত্ত্বার পেটে ভাসুরের লাথি-ঘুষি, ৩ মৃত সন্তান প্রসব

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে ভাসুরের কিল-ঘুষি, লাথিতে অন্তঃসত্ত্বা গৃহবধূ মৃত সন্তান প্রসব করেন। 

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ঈদগাঁওস্থ একটি বেসরকারি হাসপাতালে এসব সন্তান প্রসব করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী নারী হাসপাতালে কাতরাচ্ছেন।

নির্যাতনের শিকার গৃহবধূর নাম রাবিয়া বসরী (৩০)। রামু ঈদগড়ের রেনুপাড়ার প্রবাসী ছৈয়দ আলমের স্ত্রী। একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের নাজির হোসেনের মেয়ে। অভিযুক্ত ভাসুরের নাম আবু তাহের।  

রাবিয়া বসরী জানান, গেলো ১৩ সেপ্টেম্বর শাশুড়ির সাথে তার তর্কাতর্কি হয়। কিছুক্ষণ পর ভাসুর আবু তাহের তাকে লাথি, ঘুষি-কিল মারে। ঘটনার সময় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।  

বিষয়টি পারিবারিক ঘটনা হওয়ায়, গত ২৪ সেপ্টেম্বর ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাফরুল্লাহ উভয় পক্ষকে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিসের মাধ্যমে সুরাহা করেন। 

এরই মধ্যে রাবিয়া বসরী প্রসব বেদনা ও ব্যথা অনুভব করলে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তাকে ঈদগাঁওস্থ বেসরকারি ক্লিনিক ঈদগাঁও ডায়াবেটিস কেয়ার সেন্টারে নিয়ে যান স্বজনরা। সেখানে মৃত তিন নবজাতক প্রসব করেন রাবিয়া। 

ঈদগাঁও ডায়াবেটিস কেয়ার সেন্টারের পরিচালক ডা. ইউছুপ আলী জানান, রাবিয়ার নরমাল ডেলিভারি করা হয়। নবজাতদের শরীরে আঘাত জনিত চিহ্ন ছিলো

এই ঘটনায় রাবিয়ার আত্মীয়স্বজনরা ঘাতক ভাসুর আবু তাহেরের শাস্তি দাবি করেন।

উম্মে রুম্মান

এ সম্পর্কিত আরও পড়ুন অন্তঃসত্ত্বার | পেটে | ভাসুরের | লাথিঘুষি | ৩ | মৃত | সন্তান | প্রসব