বাংলাদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের পিস্তল উদ্ধার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্সকৃত পিস্তল রাজধানীর মনিপুরী পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে, গত ৪ নভেম্বর আসাদুজ্জামান খান কামালের নয়টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ১২ কোটি ১১ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা স্থগিতের আদেশ দেন আদালত।

তিনি বলেন, রাজধানীর মনিপুরী এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে তেজগাঁও থানা-পুলিশ।

জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ঘটে যাওয়া হত্যার ঘটনায় যেসব মামলা দায়ের হয়েছে, তার অনেকগুলো মামলাতে আসাদুজ্জামান খান কামাল আসামি। বিগত সরকারের যেসব মন্ত্রী-এমপিদের খোঁজ মিলছে না তাদের মধ্যে তিনিও একজন। তবে কিছুদিন আগে আসাদুজ্জামান খান কামালকে কলকাতার একটি পার্কে দেখার খবর নিয়ে শোরগোল ওঠে। তবে তার বৈধভাবে দেশ ছাড়ার কোনও তথ্য পুলিশের হাতে নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও কন্যা সাফিয়া তাসনিম খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন পিস্তল | স্বরাষ্ট্রমন্ত্রী