সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’তে ৩০০তম আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়ার পক্ষে ছিল আফগানিস্তান। রমিজ রাজা টসের আগেও তেমনটি বলছিলেন পিচ দেখে। টস জেতা হলেও, ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি আফগানরা।
ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের পঞ্চম বলে আউট হয়ে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে আটকে যান গুরবাজ। দলীয় ৭ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটলো।
রহমত শাহ’কে ফেরাতেও সময় লাগেনি মোস্তাফিজুর রহমানের। দলের রান ৩০ থাকতে রহমতকে ফিরিয়েছেন এই পেসার। উইকেটের পেছনে মুশফিকুরের হাতেই ক্যাচ দিয়েছেন এই ব্যাটার।
পরের ওভার করতে এসেই মোস্তাফিজ অভিষিক্ত সেদিকউল্লাহ আতালকে ফিরিয়েছেন। লেগ বিফোরের শিকার হয়ে ২১ রান করে বিদায় নেন এই ব্যাটার। একই ওভারে আর দুই বল পরই আজমতউল্লাহ ওমরজাই এর উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
১৪তম ওভারে গিয়ে অর্ধশত রান পূর্ণ করে আফগানিস্তান। হাশমতউল্লাহ শহীদি ও গুলবাদিন নাইব মিলে অল্প অল্প করে সত্তরের ঘরে রান ঠেকতেই ফিরে যান নাইব। তাসকিনের শিকার হয়ে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ২২ রানে বিদায় নেন এই ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ২১ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৭৩ রানে অবস্থান করছে আফগানিস্তান।
এম এইচ//