মার্কিন কংগ্রেসে আবারও নির্বাচিত হয়েছেন রাশিদা তালাইব ও ইলহান ওমর নামে দুই মুসলিম নারী। ডেমোক্র্যাটিক পার্টির এই দুই সদস্য প্রথমবার নির্বাচিত হন মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করে। এবার তারা তাদের রাজনৈতিক যাত্রা আরও শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুনরায় নির্বাচিত হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
রাশিদা তালাইব একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম কংগ্রেস সদস্য। তিনি মিশিগানে ডিয়ারবর্ন ও ডেট্রয়েটের বিশাল আরব-আমেরিকান সম্প্রদায়ের সমর্থনে চতুর্থবারের মত পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়াও সোমালি আমেরিকান ওমর মিনেসোটার ৫ম জেলার প্রতিনিধিত্বে পুনরায় নির্বাচিত হন। যেখানে মিনিয়াপোলিস ও আশেপাশের শহরগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ইলহান ওমর যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির সমালোচক হিসেবে পরিচিত। বিশেষ করে গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক সহায়তার ক্ষেত্রে তিনি কঠোর সময়ালচনা করেছেন। তিনি ডেট্রয়েটের দৃঢ়ভাবে ডেমোক্র্যাটিক এলাকায় রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করে তৃতীয়বারের মত বিজয় অর্জন করেন।
তালাইব ও ওমর ‘দ্য স্কোয়াড’ নামে পরিচিত কংগ্রেসের প্রগতিশীল গ্রুপের সদস্য, যেখানে আলেকজান্দ্রা ওকাসিও-কর্টেজের মতো প্রভাবশালী সদস্যও আছেন।
জেডএস/