খেলাধুলা

তাসের ঘরের মতো উইকেট হারিয়ে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

এভাবেও পতন হয়!

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বংলাদেশের সামনে ২৩৬ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে এই রান তাড়া করতে গিয়ে তাসের ঘরের মতো উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শেষ ৮ উইকেট হারিয়েছে মাত্র ২৩ রান তুলতেই। 

আফগান স্পিনার আল্লাহ গজনফর একাই নিয়েছেন ৬ উইকেট।

বাংলাদেশ দলের সামনে ছিল ২৩৬ রানের লক্ষ্যে। বাংলাদেশের ব্যাটিং যথেষ্ট ইতিবাচক ছিল শুরুর দিকে দুইটি অর্ধশত জুটি আসে, রান উঠতে থাকে প্রয়োজন অনুসারে।

শুরুতে উইকেট হারানোতে কিছুটা চাপ অবশ্য ছিল টাইগারদের জন্য। ওপেনার তানজিদ হাসান তামিমকে দলীয় ১২ রানের মাথায় বোল্ড করে দেন আল্লাহ গজনফর। মাত্র ৩ রানে ফেরা তানজিদের পর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত জুটি গড়ার চেষ্টা করেন।

তাদের ৫৩ রানের জুটিতে বাংলাদেশের সাহস এগিয়ে যায় অনেকখানি। এরপর সৌম্য ফিরে যান ৩৩ (৪৫) রান করে। আজমতউল্লাহ ওমরজাই এর শিকার হওয়ার আগে ৬ বাউন্ডারি হাঁকিয়েছেন এই ব্যাটার।

এবার শান্ত’র সঙ্গে জুটিতে আসেন চার নম্বরে নামা মেহেদী হাসান মিরাজ। মিরাজ ও শান্ত মিলে এবার দলকে আস্তে আস্তে লক্ষ্যের দিকে নিতে থাকেন। ব্যক্তিগত ৪৭ (৬৮) রানের মাথায় মোহাম্মদ নবীর ডেলিভারিতে ফিরে যান অধিনায়ক শান্ত।

শান্ত ফেরার পর আর দলের খাতায় আর দশ রান যোগ হতেই ফিরেছেন মিরাজ। গজনফরের শিকার হয়ে ২৮ (৫১) রানে বিদায় নেন এই ব্যাটার।

নতুন ব্যাটার হিসেবে মাঠে নামা মাহমুদউল্লাহ রিয়াদ টিকতে পারেননি রশিদ খানের গুগলির সামনে।

এরপর গজনফর একাই মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুলদের উইকেট নেন। তাওহিদের উইকেট আসে রশিদের হাত দিয়ে।

শেষ পর্যন্ত এমন পতনে গজনফরের ৬ উইকেট বাদেও রশিদের ২ উইকেট, মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ ওমরজাই ১ টি করে উইকেট নিয়েছেন।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | আফগানিস্তান