বাংলাদেশ দল পঞ্চাশ ওভারের ক্রিকেটটা ভালো খেলে। এমন বিবৃতি দর্শকদের ভেতরে আছে, দর্শকরা তা বিশ্বাসও করেন। তবে তেমন আশাব্যঞ্জক কিছু তো সবশেষ সিরিজেও দেখা গেল না। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের জন্য মোটেও সুখকর কিছু হওয়ার কথা নয়।
আফগানদের বিপক্ষে ২-১ এ ওয়ানডে সিরিজ হেরে র্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। মূলত আফগানিস্তানের সঙ্গে অদল-বদল হয়েছে র্যাংক। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিং বলছে, আফগানিস্তান দল ৯ থেকে ৮ নম্বরে উঠে এসেছে। অন্যদিকে বাংলাদেশ ৮ থেকে নেমে গেছে ৯ নম্বরে।
ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং ছিল ৮৬ পয়েন্ট। আফগানদের ছিল ৮৪ পয়েন্ট। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর আফগানদের বর্তমান পয়েন্ট ৮৫, বাংলাদেশেরও ৮৫। তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে ৯ নম্বরে নেমেছে তারা।
চলতি বছরের মে মাসে বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ছিল আফগানরা। তবে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা সিরিজ জয়ে তাদের র্যাংকিংয়ে এই উন্নতি সম্ভব হলো।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচ আফগানিস্তান, দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ এবং শেষ ম্যাচটি আফগানরা জিতে সিরিজ জয় নিশ্চিত করে।
এম এইচ//