ক্রিকেট

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে প্রশ্ন

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। তবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে জানিয়েছে, ভারত দল পাকিস্তানে খেলতে যাবে না। সরকার থেকে নিষেধ আছে।   

ভারতের এমন সিদ্ধান্তের কারণে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ স্থগিত করা হয়েছে।  গেলো বছর ভারতের আপত্তির কারণেই পাকিস্তান এশিয়া কাপের সব ম্যাচ আয়োজন করতে পারেনি। ভারতের ম্যাচ গুলো অনুষ্ঠিত হয়েছিলো নিরপেক্ষ ভেন্যুতে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, ২০০৮ সালের পর ভারত রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পাকিস্তানে দল পাঠায় না। সামনে চ্যাম্পিয়নস ট্রফি, যেটা বিশ্বকাপের পর ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা। ভারত এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। প্রেক্ষাপট তুলে ধরে তিনি প্রশ্ন করেন, ‘রাজনীতির সঙ্গে খেলাধুলা মেশানো কি ঠিক হচ্ছে, আপনারা কী মনে করেন?’

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘খেলাধুলা অবশ্যই একটি শক্তিশালী এবং সংযোগকারী শক্তি। এই দপ্তর সত্যিকার অর্থে ক্রীড়া কূটনীতির ভূমিকাকে অগ্রাধিকার দেয়, যা মানুষকে সংযুক্ত করতে পারে। এটি এমন কিছু যা, মার্কিন পররাষ্ট্র দপ্তরের জন্য অবিশ্বাস্য রকমের গুরুত্বপূর্ণ।’

তবে ক্রীড়া কূটনীতির কথা তুলে ধরলেও সমস্যা সমাধানে ভারত ও পাকিস্তানের নিজেদের মধ্যে কথা বলাটা বেশি প্রয়োজন বলেও জানান প্যাটেল, ‘এ বিষয়ে ভারত–পাকিস্তানই নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্ক মধ্যে কথা বলুক। আমরা এর মাঝে প্রবেশ না করি।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস | ট্রফি