জাতীয়

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা জানালেন প্রেস সচিব

তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকার কথা বলবে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায়  রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রেস সচিব বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়া দরকার। তাদের সঙ্গে অবশ্যই কথা বলবে সরকার। একটা আশু সমাধান আসবে বলে সরকার আশা করছেসাত কলেজের সবার সঙ্গে এক ধরনের আলোচনা হচ্ছে বলেও জানান তিনি।

আল জাজিরাতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের বিষয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সেখানে বলা হচ্ছে সংসদের মেয়াদ চার বছরে আনা হোক। এর প্রেক্ষিতে বলা হয়েছে, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় না। তখন প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করা হলো আপনার ক্ষেত্রেও চার বছর কিনা? তারপর প্রধান উপদেষ্টা বলেছেন চার বছরের কম। এখানে চার বছরের কথা বলা হয়নি।

গণমাধ্যম কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভালোমতো শুনেন। অনেকেই ভালোমতো না শুনে একটা হেডলাইন দিয়ে দিচ্ছেন।

টিআইবির দেওয়া প্রতিবেদনের বিষয়ে  শফিকুল আলম বলেন, দ্রব্যমূল্য মানুষের নাগালে রাখার জন্য সরকার চেষ্টা করছেসরকারের উদ্যোগের কারণে ডিমের দাম কমেছে। অন্যান্য দ্রব্যের দামও নিম্নমুখি। গত বছর কাঁচা মরিচের দাম ১২শ টাকা পর্যন্ত হয়েছিল। দুটো পত্রিকায় আলুর দাম চারশ টাকা এমন একটা তথ্য দিচ্ছে মনে হচ্ছে মূল আলুর দামই চারশ টাকা। এটা খণ্ডিত চিত্র। মিসলিডিং প্রতিবেদন।

প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে তিনি আরও বলেন, যাদেরকে সরকার যোগ্য মনে করছে, যারা কাজগুলো করতে পারেবেন, প্রশাসনকে ডায়নামিজম আনতে পারবেন তাদের নেয়া হচ্ছে। যাদের নেয়া হচ্ছে তাদের ভালো ট্র্যাক রেকর্ড আছে।

 

এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন প্রেস সচিব