জাতীয়

ছাত্রদের সহিংসতা নাশকতা কিনা,তদন্ত চলছে: প্রেস সচিব

বায়ান্ন প্রতিবেদন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, স্বৈরাচারের মতো নিষ্ঠুরভাবে রায়ট (বিক্ষোভ) কন্ট্রোল করতে চায় না অন্তর্বর্তী সরকার। এ জন্য এই সরকারের এটাই সবচেয়ে বড় সীমাবদ্ধতা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন।

প্রেস সচিব আরো বলেন, কঠোরভাবে সংঘাত-সহিংসতা নিয়ন্ত্রণ করতে গেলে সরকারের সমালোচনা হচ্ছে। আবার অনেকেই বলছেন বর্তমান সরকার বিগত প্রশাসনের মতোই আচরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠছে।

 শফিকুল আলম বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।  বিগত সরকার জনগণের কোনো কথা শোনেনি। তাই মানুষ চাইছে অন্তর্বর্তী সরকার সবার কথা শুনুক

তিনি জানান, সম্প্রতি ছাত্রদের সহিংসতার বিষয়টি তদন্ত হচ্ছে। কেউ নাশকতা ছড়ানোর ষড়যন্ত্র করছে কিনা, সেটাও বের করার চেষ্টা চলছে। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন প্রেস সচিব | সহিংসতা | নাশকতা