আন্তর্জাতিক

মসজিদ জরিপ নিয়ে সংঘর্ষ

সম্ভলে রাহুল-প্রিয়াঙ্কাকে যেতে দিলো না পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর প্রদেশের সম্ভলের জামা মসজিদে জরিপ করা নিয়ে সংঘর্ষ ও পুলিশের গুলিতে গেলো ২৪ নভেম্বর পাঁচজন নিহত হন। সংঘাতপূর্ণ এলাকাটি পরিদর্শন করার কথা ছিলো ভারতের লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সদস্য প্রিয়াঙ্কা গান্ধীর। তবে বুধবার সকালে যাত্রা করলেও উত্তর প্রদেশের গাজীপুর সীমান্তে আটকে দেওয়া হয়েছে তাঁদের গাড়িবহর। সম্ভলে যেতে না পেরে কংগ্রেসের এই দুই শীর্ষ নেতা দিল্লিতে ফিরে এসেছেন।  

বুধবার (৪ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।   

পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থেই বাইরের কোনো রাজনীতিক নেতাকে যেতে দেওয়া হচ্ছে না।   

পুলিশি বাধার বিষয়ে রাহুল গান্ধী বলেন, বিরোধী দলের নেতা হিসেবে সেখানে যাওয়া আমার সাংবিধানিক অধিকার। আমাকে সেখানে যেতে দেয়া উচিত ছিলো। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, রাহুল সাংবিধানিক পদে আছে এবং তাঁর সাংবিধানিক অধিকার আছে। ভুক্তভোগীদের সাথে তাঁকে দেখা করতে দেয়া উচিত ছিলো।  

উল্লেখ্য, উত্তর প্রদেশের সম্ভলে জামা মসজিদের তলায় হিন্দু মন্দির আছে দাবি জানিয়ে নিম্ন আদালতে এক আবেদন জমা পড়েছিল। আবেদনে মসজিদে জরিপ করার দাবি জানানো হয়। আবেদন গ্রহণ করে নিম্ন আদালত জরিপের নির্দেশ দিলে স্থানীয় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তাতে মারা যান পাঁচজন। সেই থেকে সেখানে উত্তেজনা রয়েছে। 

 

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সম্ভলে | রাহুলপ্রিয়াঙ্কাকে | যেতে | দিলো | পুলিশ |