বেশ কয়েক মাস ধরে সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ে করলেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা অভিনেতা নাগা চৈতন্য। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে এবার অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা করলেন নাগার্জুন-পুত্র।
এর আগে আগস্ট মাসেই বাগদান পর্ব সেরেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। সেই ছবি প্রকাশ্যে এনেছিলেন নাগা চৈতন্যের বাবা তথা দক্ষিণী তারকা নাগার্জুন আক্কিনেনি। তার পর থেকে দুই পরিবার মেতেছিল বিয়ের আচার-অনুষ্ঠানে।
অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বুধবার রাতে সাতপাকে বাঁধা পড়লেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। যে বিয়ের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। তেলেগু নিয়মে বিয়ে সারলেন তারা । সোনালি সাজে একসঙ্গে থাকার অঙ্গীকার করলেন নবদম্পতি।
বিয়ের রাতেই ছেলে ও বউমার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাবা দক্ষিণী তারকা নাগার্জুন। ছবি পোস্ট করে, শোভিতার উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিলেন। লিখলেন, ‘তোমার বিয়ে দেখতে দেখতে এটাই মনে হচ্ছিল, যে শোভিতা তোমার হাত ধরে আনন্দ এসেছে আমাদের জীবনে। এই আনন্দ যেন অটুট থাকে এটাই প্রার্থনা করি।’
গত কয়েক দিন ধরেই চর্চায় ছিল তারকা জুটির বিয়ে নিয়ে। হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বসেছিল বিয়ের আসর। প্রথমে শোনা গিয়েছিল, রাজস্থানের প্রাসাদে বসবে বিবাহবাসর। কিন্তু অতিরিক্ত আতিশয্যে যেতে চাননি নাগা ও শোভিতা। তাই বেছে নিয়েছেন অন্নপূর্ণা স্টুডিও।
সংবাদ প্রতিদিনসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায়, দুজনের পোশাকেও ছিল দক্ষিণী ঐতিহ্যের ছোঁয়াও। ঠিক যেমনটি চেয়েছিলেন দুজনে।
বিয়ের পোশাক হিসেবে নাগা বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং লাল পাড়ের সাদা ওড়না। অন্য দিকে, শোভিতা পরেছিলেন সোনালি রঙের কাঞ্জিভরম শাড়ি।
সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে সোনার চুড়ি, বালা এবং গলায় ভারী সোনার গয়না। জনপ্রিয় অন্নপূর্ণা স্টুডিওতেই তেলুগু রীতিনীতি মেনেই প্রায় আট ঘণ্টার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ের বন্ধনে বাঁধা পড়েন নাগা ও শোভিতা।
জানা গেছে, ঘনিষ্ঠ-পরিজন ছাড়াও দক্ষিণী বিনোদন দুনিয়ার তাবৎ তারকারা নিমন্ত্রিত হয়ে এসেছিলেন এ বিয়েতে। সেই তারকাদের মধ্যে রয়েছেন চিরঞ্জীবী, নয়নতারা, রানা দুগ্গাবতী ও তাদের পরিবার। এ ছাড়া ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, রামচরণ-উপাসনা, মহেশবাবু-নম্রতা শিরোদকর, এসএস রাজামৌলি ও প্রভাস। ইতোমধ্যে বিয়ের ভূরিভোজও প্রকাশ্যে এসেছে।
নাগা-শোভিতার বিয়েতে ছিল নানা ধরনের বিরিয়ানি। এর পাশাপাশি আরও যেসব খাবারের কথা শোনা গেছে, সেগুলো হলো— আলু কোর্মা, খুব ছোট ছোট বেগুন দিয়ে তৈরি গুট্টি ভানাক্ক্যা কারি, টমেটো চাট, পালক চাট, টিক্কি-চানা চাট, কচুরি, দই পুরি, ছাছ (মাখন তোলা দুধ)-এর স্যুপ, আপেলের হালুয়া, জিলাপি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিভিন্ন এলাকার বিখ্যাত খাজা ইত্যাদি।
প্রসঙ্গত,দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। তামিল ও তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় এবং সম্প্রতি বলিউডে নাম লেখানো এই অভিনেত্রী অভিনয় করতে এসেই নাগা চৈতন্যর প্রেমে পড়েছিলেন।
তারপরই বিয়ে করেন অভিনেতা নাগার্জুনের এই ছেলেটিকে। তার আগে একটা লম্বা সময় একত্রবাস করেছেন তাঁরা। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০১৭ সালে বিয়ের পরই যেন বাড়তে থাকে জটিলতা শেষমেশ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেয় দু’পক্ষই। ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।
সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়েই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা। ২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার।
সেইসময়ে হায়দরাবাদে মাঙ্কিম্যান সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদযাপন করতেও দেখা যায় তাঁকে।
সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা।
এমআর