জাতীয়

স্বরাষ্ট্র সচিব আবদুল মোমেনের পদত্যাগ, হতে পারেন দুদক চেয়ারম্যান

বায়ান্ন প্রতিবেদন

পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন ।

সোমবার (০৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সদ্য পদত্যাগ করা মোহাম্মদ আবদুল মোমেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হতে পারেন। এ জন্যই তিনি জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।

এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৭ আগস্ট আবদুল মোমেনকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ১৮ আগস্ট এই পদে যোগদান করেন। গত ১ অক্টোবর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন দুদক চেয়ারম্যান | স্বরাষ্ট্র সচিব | আব্দুল মোমেন