আন্তর্জাতিক

ইসরাইলের হিজবুল্লাহ নিশ্চিহ্নের স্বপ্ন পূরণ হবে না: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: ফাইল

সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে কোণঠাসা করে নিশ্চিহ্ন করে ফেলবে বলে মনে করছে ইহুদি শাসকরাকিন্তু তাদের স্বপ্ন পূরণ হবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি স্পষ্ট করেন, হিজবুল্লাহ নয়, ইসরাইলই নিশ্চিহ্ন হয়ে যাবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তেহরানে এক সমাবেশে ইরানের ধর্মীয় এই নেতা এসব কথা বলেন।

সমাবেশে ইসরাইলি হামলায় নিহত হিজবুল্লাহ ও হামাস নেতাদের স্মরণ করে তিনি বলেন, সাইয়েদ হাসান নাসরুল্লাহর আত্মা জীবিত, সিনওয়ারের আত্মা জীবিত। শহীদেরা কখনো মরে না।

ইরানের এই নেতা আর বলেন, আমাদের যোদ্ধাদের দেহ চলে গেছে, কিন্তু তাদের বিশ্বাস ও আদর্শ রয়ে গেছে। এই আদর্শ অব্যাহত থাকবে। সিরিয়ায় সরকার পতনের ফলে প্রতিরোধ অক্ষ নিশ্চিহ্ন হয়েছে বলে যারা ভাবছেন, তারা ভুল করছেন।

উল্লেখ্য, সিরিয়ার বিদ্রোহীরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের নিজেদের ঘাঁটি থেকে ঝটিকা অভিযান শুরু করে ১২ দিনের কম সময়ের মধ্যে ৮ ডিসেম্বর রাজধানী দামেস্ক দখল করেন। এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের অর্ধ-শতাব্দীর বেশি সময়ের শাসনের অবসান হয়। ইরান ছিল এ পরিবারের অন্যতম মিত্র।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন আয়াতুল্লাহ আলি খামেনি | সিরিয়া | ইরান | হিজবুল্লাহ