খেলাধুলা

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক

ছবি: গেটি ইমেজ

বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ও মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

শনিবার (৪ জানুয়ারি) এক দাপ্তরিক ঘোষণায় প্রেসিডেনশিয়াল মেডেল অব অনারের জন্য মনোনীত ১৯ জনের নাম ঘোষণা করে হোয়াইট হাউজ।

লিওনেল মেসি এখন যুক্তরাষ্ট্রে থাকেন। সেখানকার লিগে খেলেন। এই ফুটবলার সব পেলেও কেবল বিশ্বকাপ ফুটবল পাওয়া হয়ে উঠছিল না। সেটিও ২০২২ সালে তিনি ও তার দল আর্জেন্টিনা অর্জন করেন।

আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে আসবে। সেদিনই বিদায়ী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ১৯ জনকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনারের সম্মান দেবেন।

ক্রীড়াঙ্গন থেকে পুরস্কার পাচ্ছেন আরও একজন, আরভিন ম্যাজিক জনসন। বাস্কেটবল লিগ এনবিএতে পাঁচবারের চ্যাম্পিয়ন তিনি। লসঅ্যাঞ্জেলস লেকার্সের হয়ে বাস্কেটবলের মর্যাদাপূর্ণ শিরোপা জিতেছিলেন জনসন।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। এরপর মার্কিন ফুটবলের দিকে নজর ঘুরে যায় পুরো বিশ্ব ফুটবলের। মেসির সমাজসেবামূলক কাজগুলো অবশ্য হোয়াইটহাউজ উল্লেখ করেছেন এই পুরস্কারপ্রাপ্তির ক্ষেত্রে।

লিও মেসি ফাউন্ডেশন ও ইউনিসেফের মাধ্যমে সারা বিশ্বে শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রমে যুক্ত এই আর্জেন্টাইন তারকা। শিশুদের জন্য এমন কাজের স্বীকৃতি দিতেই মেসিকে এই সম্মানজনক পুরস্কার দিচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে হোয়াইট হাউজ।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন লিওনেল মেসি | প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার