বিপিএলের চিটাগাং পর্বে শুভসূচনা করলো ফরচুন বরিশাল। দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে বরিশাল। ঢাকার দেয়া ১৪০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ২৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে তামিম ইকবালের দল।
বরিশাল জয়টি বাগিয়ে নেয় খুব সহজেই। যদিও প্রথম উইকেটে পতন হয়েছিল ইনিংসের দ্বিতীয় ওভারেই। আবু জায়েদের শিকার হয়ে নাজমুল হোসেন শান্ত ২ রানে বিদায় নেন। এরপর ডেভিড মালানকে সঙ্গে নিয়ে তামিম জুটি গড়ে তোলেন। দুজনের ১১৭ রানের জুটিতে আর কোনো দিকে তাকাতে হয়নি বরিশালকে।
দলের রান ১২৫ থাকা অবস্থায়, তামিম ফিরে যান থিসারা পেরেরার ডেলিভারিতে বোল্ড হয়ে। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন বরিশাল অধিনায়ক। বাকি অল্প পথটুকু পাকিস্তানের জাহানাদাদ খানকে সঙ্গে নিয়ে পাড়ি দিয়েছেন মালান।
মালান ৪১ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে জাহানাদাদ ৪ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন।
এর আগে ঢাকার হয়ে ব্যাট হাতে লিটন দাস ও তানজিদ তামিমের শুরুটা ভালোই হয়েছিল। দলীয় ৩১ রানে রিপন মন্ডলের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১৩ রানে ফেরেন লিটন। টিকে ছিলেন তানজিদ। অপরপ্রান্তে একে একে মুনিম শাহরিয়ার, জেপি কোটজেরা ফিরে গেছেন। সাব্বির রহমান ১০ বলে ১০ করে তানভীর ইসলামের বলে আউট হন।
মোসাদ্দেক হোসেনের ব্যাটে আসে ১১ রান। দলের রান ১২০ থাকতে ফাহিম আশরাফের ডেলিভারিতে ফিরেছেন তানজিদ। তার ৬২ রানের ইনিংসে ছিল ২ টি চার ও ৪ টি ছয়ের মার। ঢাকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২২ (১৬) রান করেন ফারমানুল্লাহ।
ফরচুন বরিশালের পক্ষে বল হাতে তানভীর ইসলাম সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন।
এম এইচ//