ঋণখেলাপিরা আগামী নির্বাচনে অংশগ্রহণ বা মনোনয়ন সংগ্রহ করতে পারবে না। এমন আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জানুয়ারি) এক সিম্পোজিয়ামে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
‘শ্বেতপত্র এবং অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও বাজেট’ শীর্ষক দিনব্যাপী সিম্পোজিয়ামের শেষ পর্ব ছিল আজ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামের আয়োজন করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪।
সিম্পোজিয়ামের শেষ পর্বে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।
মির্জা ফখরুলের কাছে রেহমান সোবহান জিজ্ঞেস করেন, ঋণখেলাপিরা নির্বাচনের আগমুহূর্তে ৫ শতাংশ পরিশোধ করে ভোটে অংশ নেন, বিএনপি এ বিষয়ে কী করবে।
জবাবে বিএনপি মহাসচিব বলেন, ঋণখেলাপিরা যাতে ভোটে অংশ নিতে না পারেন, সে বিষয়ে চেষ্টা চালাবেন।
অন্তর্বর্তী সরকার ৬ মাসের মধ্যে সব সমস্যার সমাধান করবে, এটি অসম্ভব। এ জন্য নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি আসা উচিত। এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম। এই মন্তব্যে বর্তমান সরকারের মেয়াদকে ইঙ্গিত করা হচ্ছে, রেহমান সোবহানের এমন প্রশ্নে অবশ্য বিএনপি মহাসচিব হাসতে হাসতে বলেন, ‘এটা আমাদের দলীয় কৌশল (স্ট্র্যাটেজি)।‘
এম এইচ//