বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখনো মাঠে নামতে পারেননি সৌম্য সরকার। জাতীয় দলের জার্সিতে খেলতে গিয়ে গত ডিসেম্বরে চোটে পড়েন। সেই চোট কাটিয়ে অবশ্য রংপুর রাইডার্সের অনুশীলনে দেখা গেছে এই বাঁহাতি ব্যাটারকে। তবে কবে মাঠের ক্রিকেটে ফিরবেন, তা এখনো জানা যায়নি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সৌম্য সরকার।
তিনি বলেন, ‘ইনজুরির সময়ে একটা কঠিন সময় ছিল। সবথেকে কষ্টের সময় ছিল যে বাসায় বসে খেলা দেখা। খেলাগুলো খেলতে পারছিলাম না এটা একটা কষ্টের জায়গা ছিল।‘
চলতি বিপিএলে দলগুলো রান পাচ্ছে। যার ইতিবাচকতা খুঁজলেন সৌম্য। তিনি বলেন, ‘বিপিএলে অনেক রান হচ্ছে ভালো করছে। এটা যদি ধারাবাহিকতা রাখা যায় প্রতিদিন তাহলে টি-টোয়েন্টিতেও আমরা উন্নতি করতে পারব। আমরা জানবো ২০০ রান কিভাবে করতে হয়, দশটা উইকেট কিভাবে নিতে হয়। তো এটা আমাদের আয়ত্তের ভেতর থাকবে। তো অন্য কোথাও গেলে আমরা প্রেসারে পড়বো না, প্রেশারটা ইজিলি হ্যান্ডেল করতে পারবো।‘
রংপুর রাইডার্স কিছুদিন আগেই গ্লোবার সুপার লিগের শিরোপা জিতেছে। সেই প্রসঙ্গে সৌম্য বলেন, ‘সবাই যদি আমরা বিশ্বাস করি যে পারবো তাহলে পারবো। আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারব। আমরা আগে নেগেটিভ কথা বলি। ওই টুর্নামেন্টের শুরুতে আমি বলেছিলাম আমরা যদি তিন সাইডে ভালো করতে পারি আমরা জিততে পারবো।‘
আগামীকাল (বুধবার) দুপুর ১ টা ৩০ মিনিটে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে রংপুর রাইডার্স।
এমএইচ//