আন্তর্জাতিক

রাশিয়ায় তেল শোধোনাগারে হামলার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ পূর্ব দিকে থাকা রায়াজান অঞ্চলের একটি তেল শোধোনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার একটি ভিডিও যাচাই করে দেখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ভিডিওতে তেল শোধোনাগারটি থেকে ভয়াবহ আগুনের কুন্ডলী বের হতে দেখা যায়। 

অপতথ্য ঠেকানো জন্য ইউক্রেনের সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফরমেশন’র প্রধান আন্দ্রিও কোভালেঙ্কো টেলিগ্রামে বলেন, রায়াজান অঞ্চলে একটি তেল শোধনাগার ও ব্রায়ান্সক অঞ্চলে একটি মাইক্রোচিপ তৈরির কারখানায় হামলা চালানো হয়েছে। কারখানাটিতে মিসাইলসহ বিভিন্ন অস্ত্র তৈরি হয়ে আসছিলো বলে দাবি করে কিয়েভ।

অন্যদিকে রাশিয়া জানিয়েছে, ১৩টি অঞ্চলকে লক্ষ্য করে ইউক্রেনের ছোঁড়া ১২১টি ড্রোন তারা ধ্বংস করেছে। তবে ক্ষয়ক্ষতির কোন তথ্য জানায়নি মস্কো। 

 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন রাশিয়ায়