বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠের খেলা এবার প্রশংসিত হচ্ছে। সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের চুক্তি অনুযায়ী আচরণ করতে দেখা যাচ্ছে না। এমন ঘটনা সবচেয়ে বেশি দেখা গেছে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের সঙ্গে। এর বাইরেও শোনা গেছে অর্থচুক্তির সঙ্গে ফ্র্যাঞ্চাইজির কর্মে মিল না থাকার মতো ঘটনা।
বুধবার (২৯ জানুয়ারি) এসব নিয়ে খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।
মিরাজের দল খুলনা টাইগার্সের এ ধরনের কোনো সমস্যা নেই। খুলনা ফ্র্যাঞ্চাইজি ঠিকঠাকভাবেই খেলোয়াড়দের চুক্তি অনুযায়ী অর্থ দিচ্ছে। তবে মিরাজের দুঃখ সার্বিক পরিস্থিতি নিয়ে। এই বাংলাদেশি অলরাউন্ডার বলেন, ‘অবশ্যই এতে খারাপ লাগছে। দিনশেষে তো আমরা খেলোয়াড়েরা ক্রিকেট খেলি টাকার জন্য। যদি পারিশ্রমিক না পাই, প্রত্যেক খেলোয়াড়ের জন্যই খারাপ।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এসব সমস্যার সমাধান আশা করেন মিরাজ। তিনি বলেন, ‘সবাই আশা করবে, যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, ক্রিকেট বোর্ড অবশ্যই এ ব্যাপারে কথা বলবে। তারা আমাদের দায়িত্ব নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে কথা বলবে।‘
বাংলাদেশের ক্রিকেট নিয়ে যাতে আন্তর্জাতিক অঙ্গনে খারাপ বার্তা না যায়, সেই আহ্বান রাখেন মিরাজ। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আমাদের বাংলাদেশের ক্রিকেটের যেন কোনো রকম বদনাম না হয়। আমরা যেভাবে খুব সুন্দরভাবে আন্তর্জাতিক পর্যায়ে খেলছি, আমরা ভালো করলে সবাই বাহবা দেয়; আমাদের প্রত্যেকের উচিত সেটা ধরে রাখা।’
এমএইচ//