লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এই হামলার ঘটনায় মিশনের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই গাড়ি বহরে জাতিসংঘের অস্থায়ী বাহিনী-ইউএন ইন্টেরিম ফোর্স ইন লেবানন' (ইউএনআইএফআইএল) এর বিদায়ী উপকমান্ডার মেজর জেনারেল চক বাহাদুর ধাকাল আহন হন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) লেবাননে দায়িত্ব শেষে নেপালের উদ্দেশে বৈরুত ত্যাগ করার সময় মেজর-জেনারেল চক বাহাদুর ধাকাল হামলায় আহত হন। গাড়িবহরটি শান্তিরক্ষীদের বৈরুত বিমানবন্দরে নিয়ে যাচ্ছিল। তখন এটি হামলার শিকার হয় এবং তাদের একটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ইউএনআইএফআইএল এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে শান্তিরক্ষীদের ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
এদিকে, ঘটনার তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াস সালাম। একটি ইরানি ফ্লাইটকে বৈরুতে নামতে না দেওয়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত হয়। ইসরাইলের অভিযোগ, ওই ফ্লাইটের আড়ালে হিামাস যোদ্ধাদের কাছে অর্থ পাচার করছে ইরান।
এমআর//