জার্মান ফুটবল তারকা জামাল মুসিয়ালার সাথে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি সই করেছে বায়ার্ন মিউনিখ। এই সুবাদে ২০২৫ এর ফিফা ক্লাব বিশ্বকাপে বায়ার্নের স্কোয়াডে থাকবেন মুসিয়ালা।
গতকাল (শুক্রবার) ১৪ ফেব্রুয়ারি বায়ার্নের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
মুসিয়ালা জানান, ‘আমি সত্যিই খুশি। বায়ার্ন বিশ্বের অন্যতম বড় ক্লাব। পেশাদার ফুটবলে আমি এখানে আমার প্রথম পদক্ষেপ নিয়েছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী বছরগুলোতে এই ক্লাবের হয়ে আমরা বড় কিছু অর্জন করতে পারব।‘
তরুণ জার্মান তারকা আরো বলেন, ‘আমি মিউনিখে ক্লাবের সমর্থকদের সঙ্গে যখন থাকি, মনে হয় ঘরেই আছি। অনেক কিছু আমি এই ক্লাবের সাথে অর্জন করতে চাই। সামনে যা কিছু আসছে তার জন্য আমি রোমাঞ্চিত।‘
বায়ার্ন প্রেসিডেন্ট হার্বার্ট হেইনার বলেন, এটি ক্লাব ও ক্লাবের সমর্থকদের জন্য ১২৫ বছর পূর্তির উপহার। জামাল মুসিয়ালার মতো খেলোয়াড়ের জন্য মানুষ স্টেডিয়ামে ভিড় জমায়।
স্পোর্টিং ম্যানেজমেন্ট ও বোর্ডেকে ধন্যবাদ জানিয়ে হার্বার্ট বলেন, মুসিয়ালা সত্যিকার অর্থেই ব্যতিক্রমী একজন খেলোয়াড়। মাঝে মাঝে মনে হয় মাধ্যাকর্ষণের নিয়ম তার জন্য প্রযোজ্য নয়। এফসি বায়ার্নের জন্য আজ খুব ভালো দিন।
২০১৯ সালে চেলসির একাডেমি থেকে বায়ার্নে যোগ দেন জামাল মুসিয়ালা। ২০২০ সালে ফ্রেইবুর্গের বিপক্ষে ম্যাচের সময় তার প্রতিভা সবার নজর কেড়েছিলে। এর ৯০ দিন পর এফসি শাল্কের বিরুদ্ধে প্রথম গোল করে বুন্দেসলিগার সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন তিনি।
মুসিয়ালা বায়ার্নের জার্সি জড়িয়ে ১৯৩ ম্যাচে ৫৮ গোল করেছেন। আর অ্যাসিস্ট করেছেন ৩৮টি গোলে।
এমএ/এমএইচ