চলতি বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাস বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছে নেপাল কর্তৃপক্ষ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) নেপালের সংবাদমাধ্যম নেপাল মনিটর’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও নেপালের মধ্যে গত বছর স্বাক্ষরিত বিদ্যুৎবিষয়ক চুক্তির আওতায়, নেপাল সরকার চলতি বছরের জুন থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করবে।
এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি গতকাল রোববার অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠকেও বিদ্যুৎ রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘনশ্যাম ভাণ্ডারি বলেন, ‘আমাদের বিদ্যুৎ সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও বিদ্যুৎ রপ্তানি বাড়িয়ে দেব। এতে শুধু বাংলাদেশই উপকৃত হবে না, বরং নেপালও তার সম্পদকে যথাযথভাবে ব্যবহার করতে পারবে।’
নেপাল মনিটরের প্রতিবেদন থেকে আরও জানা যায়, বাংলাদেশ, নেপাল এবং ভারতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে গত বছরের ৩ অক্টোবর এই বিদ্যুৎ রপ্তানিচুক্তি স্বাক্ষরিত হয়।
ত্রিপক্ষীয় এই চুক্তিতে বলা হয়েছে, নেপাল ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে।
এদিকে ভারতের আদানি পাওয়ার জানিয়েছে যে, আগামী কয়েক দিনের মধ্যে তারা ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পুরোদমে শুরু করবে। এর ফলে, গত তিন মাস আংশিকভাবে বন্ধ থাকার পর বাংলাদেশে আবারও পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ চালু হবে।
এসি//