বাংলাদেশ

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির শীর্ষ দুই নেতা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

তরুণদের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির দুই নেতা। তাঁরা হলেন; বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী যোগ দেবেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই অংশ নেবেন বিএনপির দুই শীর্ষ নেতা।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।

মূলত, জুলাই-আগস্ট আন্দোলনে যে তরুণরা নেতৃত্ব দিয়েছেন, তারাই নতুন দলের নেতৃত্বে থাকছেন। এরমধ্যে দলের নাম জানা গেছে; জাতীয় নাগরিক পার্টি। ইংরেজিতে দলটির নাম হবে; ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)।

নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব পালন করবেন সাবেক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। দলে সদস্যসচিবের পদে থাকছেন আখতার হোসেন। এছাড়াও শীর্ষ পদে জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী আরও কিছু পরিচিত মুখ দেখা যাবে।  

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন জাতীয় নাগরিক পার্টি | বিএনপি | রুহুল কবির রিজভী