রাজনীতি

গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠক মাজহারুলের সদস্যপদ স্থগিত

ছবি: সংগৃহীত

ভুল তথ্য ছড়িয়ে মব উস্কে দেয়ার অভিযোগে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের সংগঠক কাজী মাজহারুল ইসলামকে ভুল তথ্য ছড়িয়ে মব উসকে অরাজক পরিস্থিতি তৈরির জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যপদ স্থগিত করা হলো এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেয়া হলো।

জানা যায়, মাজহারুল ঢাবি ছাত্রী হেনস্তার ঘটনায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্নবের পক্ষে ফেসবুকে অবস্থান নিয়ে জনমত তৈরি করেন কাজী মাজহারুল ইসলাম, যার প্রেক্ষিতে শাহবাগ থানায় মব পরিস্থিতির অবতারণা হয়।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন মাজহারুল | স্থগিত