প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে নারী নির্যাতনের ঘটনা শোনা যাচ্ছে। সাধারণ ও সচেতন মানুষেরা এসব দেখে অনেকখানি বিচলিত হয়ে উঠছেন। আজ পালিত হচ্ছে বিশ্ব নারী দিবস। এমন দিনে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা।
শনিবার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন ঋতুপর্ণা।
পোস্টে তিনি লিখেছেন,
আজকে নারী দিবসে দেশের মানুষের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশে আজ নারীরা কতটা নিরাপদ?
মন্তব্যের ঘরে ঋতুপর্ণা আরও লিখেছেন,
আজ দেশে আমাদের কোনো প্রকার নিরাপত্তা নেই। ঘর থেকে বের হলেই ভয় কাজ করে। চারদিকে শুধু ধর্ষণ, খুন, অপহরণ—এই দেশ কবে ঠিক হবে?
ঋতুপর্ণার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। তার অনুসারীরা লেখার সঙ্গে একমত পোষণ করেন।
এমএইচ//