বিনোদন

মেয়ে আরাধ্যাকে নিয়ে মুখ খুললেন অভিষেক বচ্চন

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানিয়েছেন, তার কন্যা আরাধ্যার প্রভাব কেবল ব্যক্তিগত জীবনেই নয়, বরং পেশাদার জীবনেও তাকে দৃঢ়ভাবে প্রভাবিত করেছে।

গেলো বছর অভিষেক ও ঐশ্বরিয়া বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও, বচ্চন দম্পতি সেই ব্যাপারে কিছু না বললেও, তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শেষ করেছেন। অনেকেই মনে করেন, আরাধ্যার স্কুল অনুষ্ঠানের পর তাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গেছে। তবে এই বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি।

সম্প্রতি অভিষেক ‘বি হ্যাপি’ ছবিতে অভিনয় করেছেন, যেখানে তিনি  পিতার চরিত্রে অভিনয় করেছেন। বাবা ও কন্যার সম্পর্কের গভীরতা তুলে ধরতে তিনি তার বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। তিনি বলেন, "যখন চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের অনুভূতির সংযোগ থাকে, তখন অভিনয় আরও সহজ হয় এবং আবেগটি আরও প্রকৃত ও বিশ্বাসযোগ্য হয়।"

১৩ বছরের কন্যার বাবার চরিত্রে অভিনয় করার বিষয়ে অভিষেক আরও বলেন, "একজন অভিনেতা সবসময় চরিত্রের সঙ্গে তার ব্যক্তিগত অভিজ্ঞতার সম্পর্ক খুঁজে পান। এতে অভিনয় আরো প্রকৃত ও জীবন্ত হয়ে ওঠে।"

এই ছবিতে অভিষেকের কন্যার চরিত্রে অভিনয় করেছেন ইনায়ত বর্মা, যিনি আগে ‘লুডো’ ছবিতে অভিষেকের মেয়ের ভূমিকায় ছিলেন। এছাড়া, ছবিতে আরও অভিনয় করেছেন নোরা ফতেহি, হরলিন শেঠি এবং জনি লিভার। 

এসকে//  

এ সম্পর্কিত আরও পড়ুন অভিষেক বচ্চন | আরাধ্যা | ‘বি হ্যাপি’