জনসম্মুখে নারীদের হিজাব পরা ও পোশাকবিধি অনুসরণের ক্ষেত্রে বরাবরই কঠোর অবস্থানে ইরান সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ারও ইতিহাস রয়েছে তাদের। এবার নারীদের পোশাকের ওপর নজরদারি বাড়াতে ড্রোন ও অ্যাপ ব্যবহার করছে ইরান।
শনিবার (১৫ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, নারীদের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে বিশেষ ‘নাজের’ নামের বিশেষ অ্যাপ ব্যবহারে জনগণকে উৎসাহিত করছে ইরান সরকার। এই অ্যাপের মাধ্যমেই ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নজরদারি’ কৌশল ব্যবহার করছেন ইরানের নিরাপত্তা কর্মকর্তারা।
তেহরান ও দক্ষিণ ইরানে হিজাব মেনে চলা পর্যবেক্ষণের জন্য ড্রোন এবং নিরাপত্তা ক্যামেরার ক্রমবর্ধমান ব্যবহারের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে মাহশা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভের আড়াই বছর পেরিয়ে গেলেও, ইরানে নারীরা এখনও নিয়মিত বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। ইরানের প্রধান সড়কগুলোতে অনাবৃত নারীদের খোঁজে নজরদারি ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।
এসি//