আইন-বিচার

মীর নাসির ও মীর হেলালের সাজা স্থগিত

বায়ান্ন প্রতিবেদন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাজার বিরুদ্ধে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং তার ছেলে, বিএনপির কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে মীর নাসিরের ১৩ বছরের সাজা এবং মীর হেলালের ৩ বছরের সাজা স্থগিত করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন আদালতে মীর নাসির ও পক্ষে মীর হেলালের উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী রাগীব রউফ চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আসিফ হাসান।

২০০৭ সালের ৬ মার্চ দুদক গুলশান থানায় ‘অবৈধ সম্পদ অর্জন এবং তাদের সম্পত্তির তথ্য গোপন করার’ অভিযোগে মামলাটি দায়ের করে। একই বছরের ৪ জুলাই বিশেষ জজ আদালত মীর মোহাম্মদ নাসিরউদ্দিন এবং মীর মোহাম্মদ হেলালুদ্দীনকে যথাক্রমে ১৩ বছর ও তিন বছরের কারাদণ্ড দেন। নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে পৃথক আপিলের শুনানি শেষে হাইকোর্ট রায় বাতিল করে। এই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে। এরপর হাইকোর্ট বিষয়টির উপর নতুন করে শুনানি করে দুজনের বিরুদ্ধে নিম্ন আদালতের রায় বহাল রাখে। পরে তারা এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল আবেদন করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি | হাইকোর্ট