সিলেট বিমানবন্দর দিয়ে বাংলাদেশে পা রেখেছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলতে যাওয়া এই ফুটবলারকে নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশের ফুটবল ভক্তরা। অনেক নিয়মকানুন শেষ করে নিশ্চিত হয়েছে হামজার বাংলাদেশে খেলার নিশ্চয়তা।
সোমবার (১৭ মার্চ) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হামজা। চারদিকে গণমাধ্যমকর্মী, ভক্ত-সমর্থক আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অল্প সময়ের মধ্যেই হামজা চেষ্টা করেছেন নিজের প্রতিক্রিয়া জানানোর।
ভারতের বিপক্ষে আগামী ২৫ মার্চ হতে যাচ্ছে হামজার অভিষেক ম্যাচ। সেই ম্যাচকে কেন্দ্র করে তিনি সিলেটি ভাষায় বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা উইন খরমু।’

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে করা প্রশ্ন প্রথমে বুঝতেই পারেননি হামজা। অনেক বেশি হট্টগোল ছিল বলেই। এরপর তিনি নিজেই প্রশ্ন করেন, ‘আমি বুঝছি না, বুঝছি না।‘
হামজাকে প্রশ্নটা আবারও বুঝিয়ে বলা হয়। তখন তিনি বলেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু। আমার বড় স্বপ্ন আছে। কোচ হাভিয়েরের সঙ্গে কাজ করব। ইনশা আল্লাহ আমরা উইন করিয়া প্রোগ্রেস করতে পারমু।’
গণমাধ্যমের সঙ্গে খুব স্বাচ্ছন্দ্য নিয়ে কথা বলতে পারেননি হামজা। পরবর্তীতে সিলেট বিমানবন্দর থেকে পরিবারসহ তার নিজ বাড়ি হবিগঞ্জের দিকে রওনা দেন তিনি।
এমএইচ//