পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৃথক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত এনেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। একইসঙ্গে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় তেঁতুলিয়া মডেল থানায় ২ টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে এক তরুণকে বিএসএফ সদস্যরা মারধর করেছেন বলে অভিযোগ আছে।
সোমবার (১৭ মার্চ) গভীর রাতে বিজিবি বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন তাদের বিরুদ্ধে।
তিন বাংলাদেশির পরিচয় সম্পর্কে জানা যায়; তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের দরগাসিং এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে গরু ব্যবসায়ী আতিকুর রহমান (৩২), পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের নয়াদিঘী এলাকার হাসিবুল ইসলামের ছেলে মাসুম ইসলাম (১৮) এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর দেউর এলাকার নীপেন চন্দ্র রায়ের ছেলে উৎসব চন্দ্র রায় (২১)।
এরমধ্যে আতিকুর রহমানকে ধরে নিয়ে নির্যাতন করেছে বিএসএফ। আতিকুরসহ ৪ জন বাংলাদেশি বাংলাদেশ ভারত সীমান্তের ভারতে মেইন পিলার ৪৪৬ এর ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।
এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৮ ব্যাটালিয়নের কালামগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দিলে বাকিরা পালিয়ে গেলেও আতিকুর বিএসএফের হাতে আটক হন। পরে তাকে বেধরক মারধর করা হয় বলে জানা গেছে।
ঘটনাটি পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের রনচন্ডি বিওপির কমান্ডারকে জানানো হয়। পরে বিএসএফের টহলদল বিজিবির টহলদলকে পতাকা বৈঠক ছাড়াই আতিকুরকে হস্তান্তর করে। এরপর তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তেতুঁলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
একই দিন বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা বিওপির জিরো পয়েন্ট এলাকায় বিজিবি ডিউটির সিগন্যাল উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে ভারতের ফুলবাড়ি সীমান্তের অবৈধ অনুপ্রবেশ করায় মাসুম ইসলাম (১৮) ও উৎসব চন্দ্র রায় (২১) নামে দুই বাংলাদেশি তরুণকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৮ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের সদস্যরা।
পরে বিজিবির বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার ও বিএসএফের ফুলবাড়ি কোম্পানি কমান্ডারের সাথে আলোচনা সাপেক্ষে বাংলাদেশে তাদের ফেরত আনা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশ চেষ্টার দায়ে তেতুঁলিয়া মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। পরে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, মাসুম ইসলাম ও উৎসব চন্দ্র রায় মোটরসাইকেল নিয়ে বাংলাদেশের বাংলাবান্ধা জিরো পয়েন্ট সীমান্ত অতিক্রম করে ভারতের ফুলবাড়ি সীমান্তের ১০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। পরে বিএসএফের ১৮ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনা করে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এরপর তেতুঁলিয়া মডেল থানায় তাদের হস্তান্তর করে বিজিবি।
তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর দুই যুবক সহ তিনজনকে অবৈধ অনুপ্রবেশ চেষ্টার দায়ে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির পক্ষ থেকে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। তাদের মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে আদালতে তোলা হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, মোটর সাইকেল নিয়ে ওই দুই যুবক বিজিবির সিগন্যাল অমান্য করে ভারতে অনুপ্রবেশ করে ফেলে। এছাড়া আরেক বাংলাদেশী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফের হাতে আটক হয়। পরে বিজিবি বিএসএফের সাথে আলোচনা করে তাদের দেশে ফেরত নিয়ে আসে। এঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।
এমএইচ//