আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দুই দশক পথচলার পর গেলো বছর ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। ইংল্যান্ডের বারমিংহাম ও ভারতে ব্যর্থ হয়ে তৃতীয় চেষ্টায় ইংল্যান্ডের লাফবারো বিশ্ববিদ্যালয়ে পাস করেন তিনি।
সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনকে বৈধ বলে রায় দিয়েছেন ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। এখন থেকে যেকোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন তিনি।
এর আগে বোলিং অ্যাকশনের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে জায়গা হারান তিনি। এরপর পরীক্ষায় পাস করতে ইংল্যান্ডে কোচ নিয়োগ করে অনুশীলন করেন সাকিব। ২৭ ফেব্রুয়ারি থেকে বোলিংয়ের পরীক্ষা দেওয়ার জন্য ইংল্যান্ডে থাকছেন তিনি।
এবারের পরীক্ষায় সাকিব ২২টি বল ডেলিভারি করেছেন। তার মধ্যে প্রায় সবগুলো ত্রুটিমুক্ত।
এমএ//