বিনোদন

সুশান্তের মৃত্যুর কারণ জানালো সিবিআই

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকেই তার মৃত্যু নিয়ে নানা ধরনের রহস্য সৃষ্টি হয়।  সবার মনেই প্রশ্ন ছিল সুশান্ত কি আত্মহত্যা করেছেন,  নাকি তাকে খুন করা হয়েছে? ২০২০ সালের ১৪ জুন, মুম্বাইয়ের বান্দ্রার একটি ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়।

লম্বা সময় ধরে তদন্ত চালানোর পর অবশেষে সিবিআই তাদের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করেছে।  শনিবার (২২ মার্চ) মুম্বাই আদালতে জমা দেয়া ওই রিপোর্টে সিবিআই নিশ্চিত করে জানিয়েছে,  সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন।  রিপোর্টে আরও বলা হয়,  তদন্তে এমন কিছু বেরিয়ে আসেনি যা মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ তৈরি করে।

তবে সুশান্তের মৃত্যুর পেছনে এখনো কিছু প্রশ্ন এবং অভিযোগ রয়ে গেছে।  সুশান্তের মৃত্যুর মাত্র সাত দিন আগে, তার প্রিয় সহকর্মী দিশা সালিয়ানের মৃত্যু ঘটে, যা নিয়ে রহস্য এখনো কাটেনি।  দিশার মৃত্যুর পর তার বাবা বম্বে হাইকোর্টে নতুন তদন্তের আবেদন করেছেন, যেখানে তিনি শিবসেনা নেতা আদিত্য ঠাকরের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, ঠাকরে সরকার এই ঘটনার তদন্ত থামিয়ে দিতে চেয়েছিল।

এদিকে সুশান্তের তুতো ভাই নীরজ কুমার সিংহ বাবলুও মৃত্যুর বিষয়ে নতুন তদন্তের দাবি করেছেন।  তিনি বলেন,  "দিশার মৃত্যু এবং সুশান্তের মৃত্যুর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।  ১২ তলা থেকে কেউ পড়ে গেলে,  তার পাশে রক্ত থাকা স্বাভাবিক। কিন্তু দিশার মৃতদেহের পাশে রক্তের কোনো দাগ ছিল না।  তাই মনে হয় তাকে সম্ভবত আগে খুন করা হয়েছিল।"

তবে সিবিআই তাদের চূড়ান্ত রিপোর্টে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা হিসেবেই চিহ্নিত করেছে।  তদন্তে অন্য কোনো অস্বাভাবিক বিষয় পাওয়া যায়নি বলে সিবিআই জানিয়েছে।

সুশান্তের মৃত্যু এখনও নানা প্রশ্ন এবং বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে আছে। কিন্তু সিবিআই তাদের তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করেছে এবং মৃত্যুর আসল কারণ সম্পর্কে আর কোনো সন্দেহ না থাকার কথা জানিয়েছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন সুশান্ত সিং রাজপুতের | মৃতদেহ উদ্ধার