বাংলাদেশ

ইউনূস-মোদির বৈঠক: এখনো ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি

বায়ান্ন প্রতিবেদন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমসটেক সম্মেলন। সেই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক চেয়ে একটি চিঠি দিয়েছে বাংলাদেশতবে চারদিন অতিবাহিত হলেও এখনো দিল্লির কাছ থেকে ঢাকা কোনো উত্তর পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।    

রোববার (২৩ মার্চ) দিল্লির কাছ থেকে কোনো উত্তর এসেছে কি না সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘না, কোনো উত্তর আসেনি। আমরা তো মাত্র জানালাম এই বৈঠকের ব্যাপারে কোন আশা প্রকাশ করছেন কি না- এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে আর কিছু নাই।’

এর আগে, ইউনূস-মোদির বৈঠক সম্ভাব্য বৈঠক নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ব্যক্তির বরাতে ঐ ওই সংবাদমাধ্যম জানায়, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে চলমান টানাপোড়নের কারণে ইউনূস-মোদির বৈঠক নাও হতে পারে।

তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে বলেন, ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে

 

এনএস/

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ইউনূস | মোদি