ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণি প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসেন। তবে সেটি তার অভিনয় কিংবা ক্যারিয়ারের জন্য নয় , বরং তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। কখনও মাদক কাণ্ড আবার কখনও বা আইনি জটিলতায় জড়ানো। এবার আবারও নতুন একটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি ।
গৃহকর্মীকে মারধর করার অভিযোগে থানায় জিডি হয়। এ বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও আসে। এতে বেজয়া অখুশী হন পরীমণি।
সংবাদ প্রকাশ হওয়ার পর শুক্রবার (৪ এপ্রিল) রাতে তিনি ফেসবুক লাইভে এসে বলেন , এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তিনি একতরফা সংবাদ প্রকাশের ব্যাপারে ক্ষোভ জানিয়ে বলেন , এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন। তারপর মুচকি হেসে হুমকির সুরে বলেন , জনগণও কিন্তু আস্ত একটি মিডিয়া , যদি সে সঠিক হয়, সত্যি হয়। এসব স্ট্যাম্পমারা মিডিয়ার দরকার হয় না। এগুলো করবেন না , এগুলো সুন্দর দেখায় না। আপনারা হবেন সাপোর্টিভ , এগুলো কি করেন আপনারা ! আপনারা একপাক্ষিক সংবাদ করবেন না , প্রমাণের জন্য অপেক্ষা করুন। দরকার হলে আমি নিজেই আপনাদের কাছে যাব।
তিনি মনে করছেন সংবাদ মাধ্যম তার বিরুদ্ধে একপাক্ষিকভাবে সংবাদ প্রকাশ করছে এবং তার প্রতি অবিচার করা হয়েছে।
পরিমণি দাবি করেছেন , এই পুরো ঘটনা সঠিকভাবে তদন্ত করা উচিত এবং একপাক্ষিক দৃষ্টিকোণ থেকে সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। তার এই বক্তব্যের পর , সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণির ভক্তরা বিভিন্ন মতামত জানাচ্ছেন। কেউ তার পাশে দাঁড়াচ্ছেন , আবার কেউ তার আচরণের সমালোচনা করছেন।
এসকে//