আন্দোলনকারীদের আঘাত না করে, কেবল শব্দ তৈরি করে ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করে এক পুলিশ সদস্য। সচিবালয়ের সামনে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মো. রিয়াদ হোসেনের সেই ফুটেজটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এবার ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ পদক পাচ্ছেন সেই কনস্টেবল।
রোববার (৬ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ এতে সই করেন
আগে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পদক পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যদের পরিয়ে দেওয়া হতো। রিয়াদের বেলায় এবার তা ভিন্নভাবে দেওয়া হচ্ছে।
গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সেদিনের ঘটনা প্রসঙ্গে রিয়াদ বলেন, একদল আন্দোলনকারী সচিবালয়ের সামনে তাদের দাবি নিয়ে অবস্থান নেন। পুলিশ কর্মকর্তারা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন এটি সংরক্ষিত এলাকা, এখানে প্রবেশ করা নিষেধ তারা যেন সচিবালয়ে প্রবেশ না করে। কিন্তু বুঝিয়ে তাদের দমন করা যাচ্ছিলো না।
পরে তিনি রাস্তায় বাড়ি দিয়ে, পাশে বৈদ্যুতিক খুঁটি ছিল তাতে বাড়ি দিয়ে, ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ থেকে পাওয়া প্রশিক্ষণ থেকেই তিনি এমনটি করেন বলে জানান রিয়াদ।
আই/এ