জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টসহ পুরো সিরিজ থেকেই চোটের কারণে নেই তাসকিন আহমেদ, পিএসএলে অংশ নেওয়ায় নেই লিটন দাস।
টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। তানজিম বাংলাদেশের হয়ে ২৮ টি ওয়ানডে সিরিজ খেলেছেন। তবে লাল বলের ক্রিকেট এখনো খেলা হয়নি, সেই সুযোগ মিলছে এবার।
নাজমুল হোসেন শান্ত থাকছেন দলের নেতৃত্বে। সহ-অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞদের মধ্যে আরও আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম ও নাইম হাসানরা। ওপেনার সাদমান ইসলাম ফিরেছেন সাদা পোশাকে।
আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
এমএইচ//