পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসর শুরু হচ্ছে আজ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা লিগটিতে নজর রাখবেন আলাদাভাবে। রিশাদ হোসেন, লিটন দাস ও নাহিদ রানা খেলতে যাচ্ছেন এবারের পিএসএল।
শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড।
লাহোরের হয়ে এবারের আসর খেলছেন রিশাদ। প্রথম ম্যাচে তার একাদশে থাকার দৃঢ় সম্ভাবনা রয়েছে। লেগ স্পিনের সাথে ফিনিশিংয়ে ব্যাটিংটাও দারুণ করেন তিনি।
অনুশীলনে রিশাদের বোলিংয়ে কাবু হতে দেখা গেছে সতীর্থদের। দলটিতে একমাত্র লেগ স্পিনার তিনি। ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা স্পিন করতে জানেন। এছাড়াও পাকিস্তানের আরও দুই স্পিনার আছেন স্কোয়াডে। এরমধ্যে আসিফ আফ্রিদির বয়সটা ৩৮, আরেক তরুণ মুমিন কমরের বয়স ১৮।
লাহোরের কোচ হিসেবে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। তিনি রিশাদকে ভালোভাবেই জানেন ও চেনেন। সবমিলিয়ে বাংলাদেশি দর্শকরা রিশাদের একাদশে থাকার ব্যাপারে আশাবাদী হতেই পারেন।
এমএইচ//