এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো বেশ কয়েকটি চলচ্চিত্র। দর্শকদের মন জয় করতেও সক্ষম হয়েছিল চলচ্চিত্রগুলো। বছরের এই সময়টাতেই প্রাণ ফিরে পায় সারাবছর ধুঁকতে থাকা প্রেক্ষাগৃহগুলো।
এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ৬টি চলচ্চিত্র। এর মধ্যে শাকিব খানের ‘বরবাদ’, ‘অন্তরাত্মা’, আফরান নিশো তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালের ‘দাগি’, সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘির ‘জংলি’, আব্দুন নূর সজল, নুসরাত ফারিয়ার ‘জ্বীন-৩’ ও মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’।
আসন্ন ঈদুল ফিতরেও প্রেক্ষাগৃহ মাতাতে আসছে বেশ কয়েকটি চলচ্চিত্র। এর মধ্যে মুক্তির তালিকায় রয়েছে ‘তান্ডব’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘পিনিক’, ‘এশা মার্ডার : কর্মফল’ ইত্যাদি।
ঈদুল আযহায় মুক্তির টার্গেট করেই নির্মিত হচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তান্ডব’। সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে (সাংবাদিক) থাকছেন জয়া আহসান। ফলে এ সিনেমা নিয়ে দর্শক আগ্রহ থাকবে তুঙ্গে।
এছাড়া আরিফিন শুভর 'নীলচক্র', বুবলীর 'পিনিক' রয়েছে দর্শকদের আগ্রহের কেন্দ্রে।
এদিকে নাজিফা তুষি, সাদিয়া আয়মান অভিনীত সিনেমাও কুরবানির ঈদে আসবে বলে শোনা যাচ্ছে। যদিও প্রযোজনা সংস্থা থেকে এখনো কোনো ঘোষণা আসেনি।
তাই ধারণা করা যাচ্ছে ঈদুল-আজহায়ও দেশের প্রেক্ষাগৃহগুলো জমজমাট থাকবে।
এমএ//