বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী গত ২০ এপ্রিল ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নেয়ার নির্দেশ দেন মিরপুর মডেল থানাকে।
ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা হওয়ার খবরে বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। অনেকে প্রকাশ করছেন তাদের উদ্বেগ ও হতাশা। এ নিয়ে কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও।
সোমবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরেশ যাকের প্রসঙ্গে ফারুকী বলেন, ‘আমি এখন সরকারের অংশ, অ্যাক্টিভিস্ট নই। তাই কথা কম বলে কাজ বেশি করতে হবে। ইরেশকে ব্যক্তিগতভাবে চিনি। জানি, তিনি জুলাইয়ের আন্দোলনেও সক্রিয় ছিলেন। ফলে তার বিরুদ্ধে এই মামলা গভীর উদ্বেগ ও অস্বস্তির বিষয়।’
তিনি আরও বলেন, ‘এই মামলা রাষ্ট্রপক্ষ বা সরকারের দায়ের করা কোনো মামলা নয়। এটি একজন ব্যক্তির করা মামলা। এখন মামলা করার স্বাধীনতা সবার রয়েছে, তবে কেউ কেউ এই স্বাধীনতার অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি, পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে—যেটি সত্য, সেটার পক্ষে থাকবে এবং যেটি মিথ্যা, সেটি বাতিল করে দেবে।’
এসি//