খেলাধুলা

বাংলাদেশ-ভারত সিরিজ নির্ধারিত সূচিতে হবে, বিসিবির নিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

বাংলাদেশে সফর করা নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুক্রবার (২ মে) এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অবশ্য কোনো ধরনের অনিশ্চয়তা প্রকাশ পায়নি।

দেশের একটি গণমাধ্যম বিসিবির ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিমের কাছে এ বিষয়ে জানতে চান। যেখানে নাজমূল আবেদীন আশার কথাই শুনিয়েছেন।

তিনি বলেন, বিসিসিআই ও বিসিবির মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি নিশ্চিত যে, সিরিজটি পরিকল্পনা অনুযায়ী হবে।

যদিও বিসিসিআই থেকে অফিশিয়ালি কোনোকিছু জানানো হয়নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

মূলত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সীমান্ত অনেকটা অশান্ত অবস্থায় রয়েছে। এরমধ্যে বাংলাদেশের সঙ্গেও ভারতের রাজনৈতিক পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয়। সবমিলিয়ে টাইমস অব ইন্ডিয়া এক সূত্রের বরাতে প্রতিবেদনটি প্রকাশ করে।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের আগস্ট মাসে ৩ টি ওডিআই ও ৩ টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারতীয় দল।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | ভারত | বিসিবি