রাজনীতি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যদি কিন্তু অথবা নেই : হাসনাত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আহত এবং শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আপনাকে অনুরোধ করছি না, আপনাকে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি- আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখানে কোন যদি কিন্তু অথবা নেই।

শুক্রবার (২ মে) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিন ফটকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

হাসনাত বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আজ থেকে ৯ মাস আগে আগস্টের ৩ তারিখে ঠিক এমন বিকেলে শহীদ মিনারের উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে সবাই এক হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছিলাম। আজ ২ মে ছাত্র জনতা এক হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আবারও রায় দিয়েছে। আমরা বাংলাদেশে খুনি আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাই

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছন, নির্বাচন কমিশনের নিবন্ধন থেকে আওয়ামী লীগের নিবন্ধন কেটে সন্ত্রাসী খাতায় লিখতে হবে। কারণ এটি একটি গণহত্যাকারী দল। তাদের রাজনীতি করার সুযোগ নেই।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপি নেতা ডা.তাসনিম জারা, সামান্তা শারমিন প্রমুখ।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন হাসনাত | সারজিস