পেহেলেগামের হামলার জবাবে ভারতের নজিরবিহীন প্রত্যাঘাত- ‘অপারেশন সিঁদুর’ নিয়ে এখন তোলপাড় দেশজুড়ে। পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি একেবারে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। মধ্যরাতের এই অভিযান নিয়ে সেনাবাহিনী জানিয়েছে, পনেরো দিনের মাথায় পহেলগাঁওয়ের ঘটনার বিচার করা হয়েছে মাটিতেই। আর এই কড়া পদক্ষেপকে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন বলিউড তারকারাও।
অভিনেত্রী কঙ্গনা রনৌত তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ‘অপারেশন সিঁদুর’-এর লোগো। সঙ্গে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, “সন্ত্রাসকে এক বিন্দুও বরদাশত করা হবে না!” লিখেছেন, “নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।”
দেশপ্রেমের জন্য বরাবর পরিচিত অক্ষয় কুমারও গলা মিলিয়েছেন। লোগো পোস্ট করে লিখেছেন, “জয় হিন্দ, জয় মহাকাল।”
সুনীল শেঠি সরাসরি বলেছেন, “সন্ত্রাসের কোনো ঠাঁই নেই। সুবিচার হবেই।”
অভিনেতা রীতেশ দেশমুখও টুইট করেছেন, “ভারতীয় সেনার জয় হোক। ভারতমাতার জয় হোক।” পরিচালক মধুর ভান্ডারকর লিখেছেন, “আমাদের বাহিনীর পাশে আছি আমরা। জয় হিন্দ, বন্দে মাতরম।”
বলিউডের আরও অনেক তারকা যেমন নিমরত কৌর, সামান্থা রুথ প্রভু, বিবেক অগ্নিহোত্রী, বিক্রান্ত মাসে- তাদের প্রত্যেকেই ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়েছেন এই অভিযানের জন্য।
তবে নাম নিয়ে রয়েছে অনেকেরই কৌতূহল? কেন ‘অপারেশন সিঁদুর’?
বিশ্লেষকরা বলছেন, পহেলগাঁও হামলায় নিহতদের মধ্যে অনেকেই ছিলেন সদ্যবিবাহিত, যারা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। সন্ত্রাসীরা সেসব নারীর সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল বুলেটের আঘাতে। সেই করুণ বাস্তবতাকে সম্মান জানাতেই এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভাইরাল হওয়া হরিয়ানার নৌসেনা কর্মকর্তা বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশী নরওয়ালের কান্নার ছবি যেন এই যন্ত্রণা ও প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে।
এসি//