কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তানের ভারী গোলাবর্ষণে এক ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। নিহত সেনাসদস্যের নাম এম মুরলি নায়েক (২৭)। তিনি অন্ধ্র প্রদেশের শ্রী সত্য সাঁই জেলার বাসিন্দা ছিলেন। গত বৃহস্পতিবার পাকিস্তনের হামলায় তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন।
শুক্রবার (০৯ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় ওই সেনাসদস্য মারা যান। ভারতীয় সংবাদমাধ্যম খবর দ্য হিন্দু বিষয়টি নিশ্চিত করেছে।
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু মুরলির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মুরলির মা-বাবার সঙ্গে ফোনে কথা বলে তাদের সমবেদনা জানিয়েছেন।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্তাউল্লাহ তারার দাবি করেছেন, পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় বাহিনীর প্রায় ৫০ সেনা সদস্য নিহত হয়েছে। আর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতীয় সেনাদের ২৫ জন নিহত হওয়ার দাবি করেছেন।তবে বুধবার পর্যন্ত ভারত জানায়, পাকিস্তানের গোলাবর্ষণে ১৫ বেসামরিক নাগরিকসহ মোট ১৬ জন নিহত হয়েছেন।
গেলো ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনাকর হয়ে উঠেছে। এর প্রতিশোধ হিসেবে মঙ্গলবার (০৬ মে) ভারতীয় বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।
শনিবার (১০ মে) সকালেও দুই দেশ একে অপরের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।
এসকে//