দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যেই আগামীকাল রোববার (২৫ মে) সরকারি বাসভবন যমুনায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন তিনি।
শনিবার (২৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টা দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রতিটি রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বৈঠক রোববার বিকেলে অনুষ্ঠিত হবে।
এদিকে, আজ শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা যমুনায় বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির এবং রাত সাড়ে ৮টায় জামায়াত ইসলামের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
এসি//