জাতীয়

কারাগারে বই পড়ে সময় কাটাচ্ছেন পলক

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বর্তমানে কারাগারে বন্দী আছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । সেখানে বই পড়ে সময় পার করছেন তিনি।  সোমবার (২৬ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাঁর আইনজীবীদের এ কথা জানান তিনি।

এসময় তিনি আইনজীবীদের কাছে পাঁচটি আইনের বই চেয়েছেন।  যেগুলোর মধ্যে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি), দেওয়ানি কার্যবিধি (সিপিসি), দণ্ডবিধি, ডিজিটাল নিরাপত্তা আইন এবং ‘জাতীয় সংসদে জুনাইদ আহমেদ পলক’ বইটি রয়েছে। 

পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিনকে জানান, তিনি কারাগারে আইনের বই পড়ার পরিকল্পনা করেছেন।  যেহেতু তিনি পেশায় আইনজীবী ছিলেন এবং সংসদ সদস্য হওয়ার আগে উচ্চ আদালত ও জেলা জজ কোর্টে প্র্যাকটিস করতেন। কারাগারে যাওয়ার পর তিনি আবারও আইনের বই পড়া শুরু করেছেন।

এ বিষয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, কারাগারে বন্দীরা সরকারের নিষিদ্ধ বই ছাড়া অন্য যেকোনো বই আনতে পারেন।  তবে এসব বই কর্তৃপক্ষ কর্তৃক পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদিত হলে তা বন্দীর কাছে পৌঁছে দেওয়া হয়।

প্রায় ৯ মাস ধরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী আছেন পলক।  তার মতো ২৬ জন ভিআইপি কারাবন্দী ওই কারাগারে রয়েছেন।  যাদের মধ্যে আনিসুল হক, সালমান এফ রহমান, শাজাহান খান, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু এবং হাজী সেলিমের মতো বড় রাজনীতিকরাও রয়েছেন। 

 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জুনাইদ আহমেদ পলক #আদালতে #আইনের বই