পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাথলেট ছিলেন।
বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, নিহতরা (৩১ মে) রাতে জাতীয় ক্রীড়া উৎসব (ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল) থেকে ফিরছিলেন। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুরা এলাকার একটি সেতু থেকে নিচে পড়ে যায়। বাসে মোট ৩৫ জন আরোহী ছিলেন। যার বেশিরভাগই ক্রীড়াবিদ এবং ক্রীড়া কর্মকর্তা।
কানো প্রদেশের ক্রীড়া কমিশনের চেয়ারম্যান উমার ফাগগি বলেছেন, তারা ক্রীড়া কমিশনের বাসে ফিরছিলেন।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন, নাইজেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার। এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি বলেন, এই ক্রীড়াবিদরা দেশের গর্ব ছিলেন। এই দুর্ঘটনা তার দেশের জন্যে বড় ধাক্কা। ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল (এনএসএফ) নাইজেরিয়ার অন্যতম বড় ক্রীড়া আয়োজন।
এসকে//