আজ সোমবার (০২ মে) দুপুর ৩ টায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংসদ অধিবেশন না থাকায় এবারের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি ও অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয়।
বাজেটের বক্তব্যে ড. আহমেদ বলেন, জ্বালানি সরবরাহের ক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা ও জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি অর্থনীতির সচলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে বিদ্যুতের মূল্য আপাতত বৃদ্ধি না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে দেয়া ভর্তুকির পরিমাণ ধীরে ধীরে কমানো হবে। এজন্য বিদ্যুৎ উৎপাদন খরচ ১০ শতাংশ কমানোর লক্ষ্য নেয়া হয়েছে। বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পুনঃমূল্যায়ন করা হচ্ছে এবং উৎপাদন ব্যয় হ্রাসের জন্য এনার্জি অডিট চালানোর উদ্যোগ নেয়া হয়েছে।
চলতি বছরের মধ্যে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে ২০২৮ সালের মধ্যে স্থানীয় কূপ থেকে অতিরিক্ত ১৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এসকে//