ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে একটি কৌশলগত রেলপথের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৭২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথকে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং রেলপথগুলোর মধ্যে একটি বলে আখ্যায়িত করেছে ভারতের রেল মন্ত্রণালয়। যা কাশ্মীর উপত্যকাটিকে ভারতের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করবে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, রেলপথটি জম্মুর উধমপুর থেকে শুরু হয়ে ভারত শাসিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের মধ্য দিয়ে বারামুল্লায় গিয়ে শেষ হয়েছে। কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভাজনকারী বিশ্বের সবচেয়ে সামরিকীকরণ লাইন অফ কন্ট্রোলের পাশেই বারামুল্লা শহরের অবস্থান।
রেলপথটি বানাতে খরচ হয়েছে মোট ৫০০ কোটি ডলার। এতে ৩৬ টি টানেল ও ৯৪৩ টি সেতু আছে। যাত্রী ও মালামাল পরিবহনের পাশাপাশি এই রেলপথ দিয়ে সেনা আনা নেয়ার কাজটি সহজ করবে। যা এতদিন কেবল দুর্গম পাহাড়ি রাস্তা বা বিমানপথে সম্ভব ছিল।
এছাড়া ১৬৯ মাইল দীর্ঘ রেলপথটিতে ১ হাজার ৩১৫ মিটার বা ৪ হাজার ৩১৪ ফুট দীর্ঘ একটি সেতু আছে। চেনাব নদীর ওপর নির্মিত সেতুটি পানি থেকে ৩৫৯ মিটার বা ১ হাজার ১৭৭ ফুট উচ্চতার দুটি পাহাড়কে সংযুক্ত করেছে।
ফ্রান্সের ৩৩০ মিটার বা ১ হাজার ৮২ ফুট দৈর্ঘ্যের আইফেল টাওয়ারের সঙ্গে তুলনা করে ভারতের রেলপথ মন্ত্রণালয় মন্ত্রণালয় বলছে, চেনাব নদীর ওপর নির্মিত এই সেতুটি স্থায়ীত্ব হবে ১২০ বছর। এটি ঘন্টায় ২৬০ কিলোমিটার বা ১৬১ মাইল বেগে বাতাসের গতিবেগ সহনশীল।
কড়া নিরাপত্তার মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার চেনাব সেতু পরিদর্শন করেছেন। পরে জাতীয় পতাকা হাতে পরীক্ষামূলক ট্রেনে চড়ে সেখানে থাকা আঞ্জি নামের আরও একটি সেতুর উদ্ধোধন করেন তিনি।
এনএস/