দেশজুড়ে

ঈদের ছুটিতে পথে বেরিয়ে আর ফেরা হলো না স্কুলশিক্ষকের

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন এক স্কুলশিক্ষক। কিন্তু মুন্সীগঞ্জের শ্রীনগরে নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। এতে দুর্ঘটনায় তার স্ত্রী, দুই শিশু সন্তান ও চালকসহ আরও কয়েকজন আহত হন। শুক্রবার (৬ জুন) বিকেল ৩টা ৩০ মিনিটে শ্রীনগর উপজেলার আটপাড়া কল্লিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মাসুদ রানা (৪৫)। নিহত মাসুদ চাঁদপুর জেলার বাসিন্দা হলেও মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বাইন্নাবাড়ি এলাকায় অবস্থিত হলি কেয়ার মডেল ইন্সটিটিউট এ প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন সেতু বেগম (স্ত্রী), বড় ছেলে নবীন (৯), ছোট ছেলে আহিয়ান (৪) ও চালক সাব্বির (২১)। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মাসুদ রানা সিএনজিতে করে মুক্তারপুর থেকে লৌহজংয়ের মাওয়া এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই নসিমন কল্লিগাঁও এলাকায় এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে যায়।এতে যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে মাসুদ রানা ও তার স্ত্রীকে ঢাকায় স্থানান্তর করা হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথেই মাসুদ রানার মৃত্যু হয়। বর্তমানে তার স্ত্রী ঢামেকে চিকিৎসাধীন। 

ওসি আব্দুল কাদের জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা নিয়ে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। 

এসকে//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #স্কুলশিক্ষক #নিহত